Cancer Vaccine | দেশে কমবে ক্যানসার রোগ! ৫ মাসের মধ্যেই বাজারে আসছে ক্যানসারের ভ্যাকসিন!
Tuesday, February 18 2025, 5:05 pm
Key Highlightsআগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের বাজারে আসছে ক্যানসারের ভ্যাকসিন। এই ভ্যাকসিন নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা নিতে পারবে।
মঙ্গলবার সুখবর দিলেন কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব। তিনি জানান, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দেশের বাজারে আসছে ক্যানসারের ভ্যাকসিন। এই ভ্যাকসিন নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা নিতে পারবে। প্রতাপরাও যাদব আরও বলেন,“মহিলাদের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়েছে। ট্রায়াল চলছে। ”৩০ বছরের বেশি বয়সি মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে কেয়ার ক্যানসার সেন্টার স্থাপন করা হবে।”
- Related topics -
- দেশ
- ভারত
- স্বাস্থ্য
- ক্যান্সার
- ক্যান্সার ভ্যাকসিন

