NRS Hospital | রাজ্যে ক্যানসার চিকিৎসায় আশার আলো, এনআরএসে শুরু ক্যানসার জিন ম্যাপিং
Wednesday, October 23 2024, 11:52 am
Key Highlightsসরকারি হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে জিন ম্যাপিং। যার উদ্দেশ্য দ্রুত ও নিখুঁতভাবে ক্যানসার কোষ চিহ্নিত করা।
চিকিৎসাক্ষেত্রে একধাপ পা বাড়ালো পশ্চিমবঙ্গ। এবার সরকারি হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে জিন ম্যাপিং। যার উদ্দেশ্য দ্রুত ও নিখুঁতভাবে ক্যানসার কোষ চিহ্নিত করা। এনআরএসের হেমাটোলজি বিভাগে এই কাজের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে কেনা হয়েছে অত্যাধুনিক ‘ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ।’ উল্লেখ্য, ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে কোষের ডিএনএ ম্যাপিং করতে গড়ে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। তবে এবার সেই খরচ আর হবে না এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে।

