Johnson & Johnson । জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার থেকে ক্যানসার! ১৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ আদালতের
Wednesday, October 16 2024, 7:45 am

ক্যানসার হয়েছিল জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার থেকে, এমনই অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক বাসিন্দা কাঠগড়ায় মামলা করেন।
ক্যানসার হয়েছিল জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার থেকে, এমনই অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক বাসিন্দা কাঠগড়ায় মামলা করেন। এবার সেই প্রেক্ষিতে জনসন অ্যান্ড জনসনকে ১৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার জন্য নির্দেশ দিল আদালত। কানেকটিকাট সুপিরিয়র কোর্টের বিচারক এবার সেই মামলায় সংস্থাকে বিপুল অঙ্কের জরিমানা করার পাশাপাশি জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত জরিমানাও গুনতে হবে তাদের। তবে সেই জরিমানার অঙ্ক পরে জানানো হবে। সংস্থার মামলাজনিত ভাইস প্রেসিডেন্ট বলেন, সংস্থা মামলার বিচারকের ‘ভুল’ রায়ের বিরুদ্ধে আপিল করবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- স্বাস্থ্য
- ক্যান্সার
- জনসন বেবি