Tariff War | রেহাই নেই কানাডার, কানাডার দুগ্ধজাত পণ্যে ২৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের
Saturday, March 8 2025, 2:46 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, কানাডার দুগ্ধজাত পণ্যে এবার চাপানো হবে ২৫০ শতাংশ শুল্ক।
আমেরিকার মসনদে বসেই সারা পৃথিবীর সাথে শুল্ক যুদ্ধে নেমেছেন ট্রাম্প। এবার শুল্ক চাপাচ্ছেন একবার তুলছেন। গতকাল বলেছিলেন কানাডা, মেক্সিকোর উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিলেও তা আগামী ২ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখছেন। এবার কানাডার দুগ্ধজাত পণ্যে ২৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলো হোয়াইট হাউস। এদিন ট্রাম্প বললেন, কাঠ ও দুগ্ধজাত পণ্যে কানাডার ওপর সমপরিমান শুল্ক চাপাতে চলেছেন তিনি। এই শুল্ক এখনই ধার্য হতে পারে, আবার সোম বা মঙ্গলবারও ধার্য হতে পারে।