আন্তর্জাতিক

SDS Visa | SDS ভিসা বন্ধ করতে চলেছে কানাডা! বিপাকে কানাডায় থাকা ভারতীয় পড়ুয়ারা

SDS Visa | SDS ভিসা বন্ধ করতে চলেছে কানাডা! বিপাকে কানাডায় থাকা ভারতীয় পড়ুয়ারা
Key Highlights

স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিমকে কার্যত বন্ধ করে দিল বলে খবর। যুক্তি, সবার জন্য একটাই সিস্টেম করা হচ্ছে।

বিপাকে পড়তে চলেছেন কানাডায় থাকা ভারতীয় পড়ুয়ারা। স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিমকে কার্যত বন্ধ করে দিল বলে খবর। কানাডার যুক্তি, সবার জন্য একটাই সিস্টেম করা হচ্ছে। কিছু দেশের জন্য ফাস্ট ট্র্যাক ব্যবস্থা এটা তুলে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই সিস্টেমটি ছিল ভারতীয় পড়ুয়াদের কানাডায় পড়াশোনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সহ আরও ১৩টি দেশের পড়ুয়ারা এই SDS সিস্টেমকে ব্যবহার করতেন। তবে এবার থেকে তাঁদের কানাডার সেই রেগুলার স্টাডি পারমিট সিস্টেমকে ব্যবহার করতে হবে।