International Tarrif | 'ইঁট ছুড়লে পাটকেল..', মার্কিন চিকেন-ফল-সবজিতে পাল্টা শুল্ক চাপালো কানাডা ও চীন

Tuesday, March 4 2025, 3:50 pm
highlightKey Highlights

মার্কিন পণ্যের উপর পাল্টা আমদানি শুল্ক বসাচ্ছে বেজিং। ৩০ বিলিয়ন ক্যানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছে কানাডাও।


শুল্কযুদ্ধ চলছে বিশ্ব রাজনীতিতে। গদিতে বসেই কানাডা, চীন সহ ক্ষমতাশালী দেশের পণ্যের ওপর বিরাট অঙ্কের শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এবার টিট ফর ট্যাট। মার্কিন পণ্যের উপর পাল্টা আমদানি শুল্ক বসাচ্ছে বেজিং। আমেরিকার চিকেন, গম, ভুট্টা এবং তুলোর উপর ১৫ শতাংশ এবং আমেরিকার সোয়াবিন, পর্ক, বিফ, সামুদ্রিক খাবার, ফল, সবজি এবং দুগ্ধজাত খাবারের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক চাপানো হচ্ছে। অন্যদিকে ৩০ বিলিয়ন ক্যানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছে কানাডাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File