Cambodia-Thailand | ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে ফের সংঘর্ষে কম্বোডিয়া-থাইল্যান্ড, সীমান্তে চলছে গুলিবর্ষণ
Saturday, December 13 2025, 4:17 pm
Key Highlightsমার্কিন প্রেসিডেন্ট শুক্রবারই যুদ্ধবিরতির চুক্তি হওয়ার দাবি করেছিলেন। কিন্তু তা নস্যাৎ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল ব্যাঙ্কক।
গত ২৬ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি এবং শান্তিচুক্তির স্বাক্ষর করেছিল কম্বোডিয়া এবং থাইল্যান্ড। ডিসেম্বর পড়তেই নতুন করে অশান্তির মেঘ ঘনিয়েছে। গত সোমবার ফের থাইল্যান্ডে ব্যাপক গোলাবর্ষণ করে কম্বোডিয়া। কম্বোডিয়ায় পালটা বিমান হামলা চালায় থাই সেনা। শনিবার থাইল্যান্ড দাবি করেছে, কম্বোডিয়া সেনা সংঘর্ষ চলাকালীন ৪জন থাই সেনাকে হত্যা করেছে। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তি হওয়ার দাবি করেছিলেন। তা নস্যাৎ করে লড়াইয়ে মেতেছে দুই দেশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- কম্বোডিয়া
- থাইল্যান্ড
- ডোনাল্ড ট্রাম্প
- donald trump
- গুলি বর্ষণ

