দেশ‘ভারত বাঁচাতে দিদিকে চাই’, তৃণমূলের মমতার ছবি দেওয়া হোর্ডিং এবার বাম সাম্রাজ্য কেরলে
২০২৪-এর লোকসভা ভোটে জাতীয় স্তরে বিরোধী জোটের মূল নিয়ন্ত্রক হয়ে ওঠার রাস্তা তৈরি করছে তৃণমূল। তাই এবার রাজ্যের শাসকদলের নজরে বামশাসিত কেরল। এর্নাকুলামের রাস্তায় তৃণমূল সুপ্রিমোর ছবি দেওয়া বিশাল হোর্ডিং দেখে বোঝা যাচ্ছে দাক্ষিণাত্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কাছেই টেনে নিয়েছে। হোডিংএ ইংরাজি এবং মালয়ালি ভাষায় লেখা, যার বাংলা করলে দাঁড়ায় – ‘ভারতকে বাঁচাতে দিদিকে সঙ্গে নিয়ে দিল্লি চলো।’ সূত্রের খবর, বিজয়নের রাজ্যে ৫১ সদস্যের রাজ্য কমিটি তৈরি করেছে তৃণমূল; তৈরি হয়েছে পার্টি অফিসও। এমনকি কেরলেও স্লোগান উঠল – "ভারত বাঁচাতে দিদিকে চাই"।