RG Kar | সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের কল ডিটেইলস! তলব বহু নামকরা চিকিৎসকদের
Friday, October 4 2024, 12:42 pm
Key Highlightsআরজিকর ঘটনায় সিবিআইয়ের হাতে এলো সন্দীপ ঘোষ ও ও অভিজিৎ মন্ডলের ফোনের কল ডিটেইলস।
আরজিকর ঘটনায় সিবিআইয়ের হাতে এলো সন্দীপ ঘোষ ও ও অভিজিৎ মন্ডলের ফোনের কল ডিটেইলস। আর সেখান থেকেই জানা গিয়েছে, খুন ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ঘটনা জানাজানির পর একাধিক ফোন করেছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল। সিবিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছে, বহু নামকরা চিকিৎসককে ইতিমধ্যেই সিবিআই তলব করেছে কল লিস্টের সূত্র ঘরে। তদন্তের মোড় ঘোরানোর ক্ষেত্রে আরও সাক্ষীদের খোঁজ চালাচ্ছে সিবিআই। এদিকে যেসব প্রমাণ লোপাট হয়েছে সেগুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- সিবিআই

