California | গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি! ক্যালিফোর্নিয়ায় জারি জরুরি অবস্থা
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বুধবার এক বিবৃতিতে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা সামারি.
বার্ড ফ্লুর বাড়বাড়ন্তের জেরে ক্যালিফোর্নিয়ায় জারি জরুরি অবস্থা। সেখানকার গভর্নর গ্যাভিন নিউজম বুধবার এক বিবৃতিতে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা করেন। বিবৃতিতে জানানো হয়, সরকারি সংস্থাগুলো যাতে বার্ড ফ্লু রোধে দ্রুত পদক্ষেপ নিতে পারে সেই জন্য রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকটি গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই ভাইরাসের প্রভাব মানুষের ওপর পড়ার ঝুঁকি কম থাকলেও, প্রশাসন এই ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।
- Related topics -
- আন্তর্জাতিক
- ক্যালিফোর্নিয়া
- স্বাস্থ্য
- বার্ড ফ্লু