Calcutta University | কসবা-কাণ্ডের জের, ১৭০টি কলেজে অ্যাডভাইজারি জারি করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়!

Wednesday, July 9 2025, 10:27 am
highlightKey Highlights

কসবার আইন কলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনার পর এবার অধীনে থাকা ১৭০টি কলেজে অ্যাডভাইজারি জারি করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।


কসবার আইন কলেজে তরুণীকে গণধর্ষণের ঘটনার পর এবার অধীনে থাকা ১৭০টি কলেজে অ্যাডভাইজারি জারি করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অ্যাডভাইজারি অনুযায়ী, কলেজগুলিতে পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা রাখতে হবে, অ্যাটেনডেন্স রেজিস্টার সঠিকভাবে মেনটেইন করতে হবে, ইউনিয়ন রুম বন্ধ রাখা হয়েছে নাকি তার রিপোর্ট দিতে হবে, কলেজের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রয়োজনে প্রশিক্ষণ দিতে হবে। এছাড়াও কোন সময় কলেজে ঢুকবে এবং কোন সময় কলেজ থেকে বেরবে, তার নির্দিষ্ট নির্দেশিকাও পড়ুয়াদের দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File