রাজ্যে বাড়ছে করোনা এই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কড়া নির্দেশ দিল হাইকোর্ট

Friday, April 16 2021, 10:27 am
highlightKey Highlights

কোভিড পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। শুক্রবার কোভিড মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, শুধুমাত্র পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এদিকে ভোট শুরুর পর কমিশনের তরফ থেকে করোনা বিধি তৈরি করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, প্রচারের সময় মাস্ক পরতেই হবে এবং দূরত্ব বিধি অমান্য করা যাবে না। তবে সেই গাইডলাইন মানা হচ্ছে না অনেক ক্ষেত্রেই। করোনা বিধি মানায় জোর দেওয়ার নির্দেশের আবেদন জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে তিনটি মামলাও। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে জানায়, সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে হবে পঞ্চম দফার নির্বাচন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File