Anil Ambani | ডিভিসি বনাম অম্বানি! কলকাতা হাইকোর্ট রায় দিলো রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষেই
কলকাতা হাইকোর্টে ডিভিসির করা মামলায় রায় গেল অনিল অম্বানীর সংস্থার পক্ষে।
কলকাতা হাইকোর্টে ডিভিসির করা মামলায় রায় গেল অনিল অম্বানীর সংস্থার পক্ষে। ১০ বছর আগে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার পুরুলিয়ায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য বরাত পেয়েছিল। তবে প্রজেক্টের কাজে দেরী হওয়ায় ডিভিসি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের কাছে ক্ষতিপূরণ দাবি করে। সেই দাবিকে চ্যালেঞ্জ করে অনিল অম্বানীর সংস্থা। ইস্যু আর্বিট্রেশন ট্রাইব্যুনালে পৌঁছলে রায় দেওয়া হয়, ডিভিসিকে ৮৯৬ কোটি টাকা দিতে হবে ওই সংস্থাকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ডিভিসি। সেই মামলাতেও রায় গেলো রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- কলকাতা হাইকোর্ট
- ডিভিসি
- অম্বানী