RG Kar | নেই CBIর তদন্তে ভরসা, আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের আবেদনে হাইকোর্টও দিলো না সাড়া
Tuesday, December 24 2024, 7:05 am
Key Highlights
আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের করা নতুন করে মামলার আবেদনে এখনই সাড়া দিলো না কলকাতা হাইর্কোট!
সিবিআই তদন্তের উপরে ভরসা রাখতে না পেরে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের করা নতুন করে মামলার আবেদনে এখনই সাড়া দিলো না কলকাতা হাইর্কোট! মঙ্গলবার তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের পর্যবেক্ষণ, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলছে কি না তা আগে জানা প্রয়োজন রয়েছে। যদি প্রধান বিচারপতির বেঞ্চের নজরদারিতে তদন্ত চলে সেক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ মামলাটি শুনতে পারে না। কারণ তার অর্থ, ‘জুডিশিয়াল ডেকোরাম’ ভঙ্গ করা। এই মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্রাইম
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট