রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ তুলে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
Thursday, December 21 2023, 2:33 pm

প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজ্যে ‘অস্বচ্ছতা’-র অভিযোগে কলকাতা হাইকোর্টে ৬টি মামলা দায়ের হয়েছিল আগেই। নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে ১৬ হাজার ৫০০ শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। নিয়োগে অনিয়মের পাশাপাশি মেধাতালিকা অস্বচ্ছ বলেও অভিযোগ তোলেন তাঁরা। ২২ ফেব্রুয়ারি পর্ষদের নিয়োগে স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। প্রসঙ্গত, ২০১৪ সালে বিজ্ঞাপ্তি প্রকাশ করে প্রাথমিকের টেটে সফল ও শিক্ষকতার প্রশিক্ষণপ্রাপ্তদের এতদিন পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সেখানে কোনও স্বচ্ছতা নেই বলে অভিযোগ করেছিলেন মামলাকারীদের আইনজীবীরা।
- Related topics -
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য