কালীপুজো, দীপাবলিতে নিষিদ্ধ করা হলো বাজি! পুজো শুরুর আগে এমনটাই নির্দেশ কলকাতা হাই কোর্টের

Friday, October 29 2021, 10:59 am
highlightKey Highlights

কালীপুজো ও দীপাবলিতে সব ধরনের বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুসারে এবছরও উৎসবে কোনও রকম বাজি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র প্রদীপ এবং আলোকসজ্জার মাধ্যমেই পালন করতে হবে দীপাবলির উৎসব। এমনকি ছটপুজো, কিংবা গুরু নানকের জন্মদিনের মতো উৎসব পালনের ক্ষেত্রেও বাজি ব্যবহার করা যাবে না। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, ‘‘করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাজি পোড়ানো, বিক্রি করার অনুমতি দেব কী ভাবে? বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত। ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারী সংস্থা— সবার কথা ভাবতে হবে।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File