Upper Primary । ৪ সপ্তাহের মধ্যে রাজ্যে উচ্চ প্রাথমিকে ১৪,০৫২ জন শিক্ষক নিয়োগ! ৮ বছর পর আইনি জট কাটিয়ে রায় হাইকোর্টের
বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ১৪,০৫২ জনকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সুপারিশপত্র তুলে দিতে নির্দেশ দিয়েছে SSCকে।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় রায় দিলো কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ১৪,০৫২ জনকে কাউন্সেলিংয়ের মাধ্যমে সুপারিশপত্র তুলে দিতে নির্দেশ দিয়েছে SSCকে। অর্থাৎ অবশেষে ৮ বছর পর রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে আইনি জট কাটল। আদালত জানিয়েছে ৮ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে গোটা প্রক্রিয়া। আদালত জানিয়েছে, যে ১৪৬৩ জনকে মেধাতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের ভেরিফিকেশন, ইন্টারভিউ সব হয়ে গিয়েছে তাদের একতরফা ভাবে বাদ দেওয়া যায় না।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- শিক্ষক নিয়োগ