Cafa nations cup 2025 | খালিদ জামিলের কোচিংয়ে ‘কাফা নেশন্স কাপ’এ পা ভারতের তরুণ দলের, উন্মুখ ক্রীড়াপ্রেমীরা
Thursday, August 28 2025, 5:01 pm
Key Highlightsশুক্রবার অর্থাৎ, ২৯ অগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।
খালিদ জামিলের কোচিংয়ে তরুণদের নিয়ে কাফা নেশন্স কাপে ম্যাচ খেলতে নামছে ভারত। দলে নেই সুনীল ছেত্রী কিংবা মোহনবাগানের কোনও প্লেয়ার। শুক্রবার অর্থাৎ, ২৯ অগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। কাফা নেশন্স কাপে ভারতের সূচি: ২৯ অগস্ট: বনাম তাজিকিস্তান = রাত ৯টা। ১ সেপ্টেম্বর: বনাম ইয়ান = বিকেল সাড়ে পাঁচটা। ৪ সেপ্টেম্বর: বনাম আফগানিস্তান = বিকেল সাড়ে পাঁচটা। রানার্স হলে তৃতীয় স্থানের প্লে অফে খেলতে হবে। ৮ সেপ্টেম্বর: ফাইনাল ও তৃতীয় স্থানে শেষ করার ম্যাচ।

