CAB | অন্দরমহলে তোলপাড়! BCCI এর দেওয়া নির্ধারিত সময়ের পর প্রতিনিধির নাম পাঠাল CAB
Sunday, December 29 2024, 6:20 pm
Key Highlights
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচনের জন্য বোর্ডের অধীনে থাকা সব রাজ্য ক্রিকেট সংস্থাকে তাদের প্রতিনিধিদের নাম পাঠাতে বলেছিল BCCI।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচনের জন্য বোর্ডের অধীনে থাকা সব রাজ্য ক্রিকেট সংস্থাকে তাদের প্রতিনিধিদের নাম পাঠাতে বলেছিল BCCI। এর জন্য সময় দেওয়া হয়েছিল ২৭ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পর নাম দিলো বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ CAB! এই ঘটনা নিয়ে ইতিমধ্যে অন্দরমহলে তোলপাড় চলছে। এপ্রসঙ্গে CAB প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘সব কাগজপত্র প্রস্তুত ছিল। কিন্তু, ২৭ ডিসেম্বর শেষ দিন, এই ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল।’