সিইএসসি-র বকেয়া অঙ্ক মেটাতে হবে নভেম্বরের বিল থেকে ১০ কিস্তিতে।
Friday, December 25 2020, 7:52 am
Key Highlights
লকডাউনের সময়ের অনাদায়ি ইউনিট যোগ করে গত জুনে যখন বিদ্যুতের বিল পাঠিয়েছিল সিইএসসি, তখন তার ‘অস্বাভাবিক’ অঙ্ক দেখে ক্ষোভের বিস্ফোরণ ঘটে গ্রাহকদের বড় অংশের মধ্যে। হস্তক্ষেপ করতে বাধ্য হয় রাজ্য সরকার। তার জেরে ওই বিল আদায় সাময়িক স্থগিত রেখে পরে কিস্তিতে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাটি। বৃহস্পতিবার সিইএসসি-র কর্তারা জানালেন, নভেম্বরের বিল থেকে ওই বকেয়া অঙ্ক ১০টি কিস্তিতে নেওয়া হবে। বিলে তার হিসেবও সবিস্তার দেওয়া থাকবে। এ দিন সংস্থাটির এমডি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ভিপি অভিজিৎ ঘোষ জানান, মিটার রিডিং না-নিতে পারায় মার্চ-জুনে বিভিন্ন মাসের বিল বাকি পড়েছিল। তাঁদের দাবি, শীতে বিদ্যুৎ ব্যবহার কম তা-ই এখন কিস্তিতে নেওয়া হবে।
- Related topics -
- রাজ্য
- সিইএসসি
- রাজ্য সরকার
- বিদ্যুৎ বিল