Park Street | রেষারেষি করতে গিয়ে ডিভাইডারের উপর উঠে পড়লো বাস! পার্ক স্ট্রিটের দুর্ঘটনায় আহত ৫!
Monday, April 14 2025, 6:43 am

সপ্তাহের শুরুতেই বাস দুর্ঘটনা শহর কলকাতায়! রেষারেষি করতে গিয়ে পার্ক স্ট্রিট ডিভাইডারের উপর উঠে পরে বাস।
সপ্তাহের শুরুতেই বাস দুর্ঘটনা শহর কলকাতায়! রেষারেষি করতে গিয়ে পার্ক স্ট্রিট ডিভাইডারের উপর উঠে পরে বাস। জানা গিয়েছে , এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৫জন। জানা গিয়েছে, হাওড়া থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসের রেষারেষি চলছিল। এরপর প্রণবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগস্থলে সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারের উপর উঠে পড়ে। যার ফলে রাস্তার ধারের একটি রেলিং ভেঙে যায়। গুরতর আহত যাত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- পার্কস্ট্রিট
- বাস দুর্ঘটনা
- পথদুর্ঘটনা