Bus Accident | হাড়োয়া ব্রিজের রেলিং-এ ধাক্কা মেরে খালে পড়লো যাত্রীবাহী বাস, আহত বহু
Friday, November 7 2025, 5:41 am
Key Highlightsহাড়োয়া থেকে করুনাময়ীগামী একটি বাস শুক্রবার সকালে হাড়োয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উলটে যায়।
সাতসকালে ব্রিজের রেলিং ভেঙে খালে উলটে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে হাড়োয়া ব্রিজে। পুলিশ সূত্রে খবর, এদিন শুক্রবার সকালে হাড়োয়া থেকে করুনাময়ীগামী একটি যাত্রীবাহী বাস হাড়োয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে ব্রিজের রেলিং ভেঙে বাসটি উল্টে খালে পরে যায়। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ছুতে এসে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে পৌছায় রাজারহাট থানার পুলিশ। এখনও পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এ ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- রাজারহাট
- বাস দুর্ঘটনা
- আহত

