অত্যন্ত কুয়াশায় পূর্ব বর্ধমানে মুখোমুখি দুটি বাসের সংঘর্ষে জখম ৩০।
Thursday, December 21 2023, 2:33 pm
 Key Highlights
Key Highlightsঘন কুয়াশায় দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে যে কাছের জিনিসও ঠিক মতো দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে বর্ধমান-কাটোয়া রোডের ভাতারের বেলেণ্ডা পুলের কাছে দু’টি যাত্রীবোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে খবর, বাস দুটির গতিবেগ খুবই কম ছিল। তা না হলে আরও বড় বিপদ ঘটতে পারত। এই ঘটনায় জখম অন্তত ৩০ জন। তাঁদের ভাতার গ্রামীণ হাসপাতাল ও গুরুতর জখম যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভাতার থানার পুলিশ।
-  Related topics - 
- পূর্ব বর্ধমান
- ভাতার গ্রাম
- বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল
- রাজ্য

 
 