রাজ্য

Burnpur Bridge Collapsed | ভেঙে পড়ল দামোদর নদ থেকে জল তোলার পাইপ-সহ গোটা লোহার ব্রিজ!

Burnpur Bridge Collapsed | ভেঙে পড়ল দামোদর নদ থেকে জল তোলার পাইপ-সহ গোটা লোহার ব্রিজ!
Key Highlights

বর্ধমানে ভেঙে পড়ল দামোদর নদ থেকে জল তোলার পাইপ সহ গোটা লোহার ব্রিজ!

ভেঙে পড়ল দামোদর নদ থেকে জল তোলার পাইপ সহ গোটা লোহার ব্রিজ! বুধবার দুপুরে বার্ণপুরে কালাঝোরিয়ায় PHE দপ্তরের ওই ব্রিজ সহ পাইপ ভেঙে পড়ে বলে খবর। জানা গিয়েছে, ব্রিজ ভেঙে যাওয়ায় নদের মাঝে পাম্প হাউসে একজন কর্মী আটকে পড়েন। যদিও তড়িঘড়ি স্পিড বোট নিয়ে গিয়ে ওই কর্মীকে উদ্ধার করা হয়। তবে ওই ব্রিজ ভেঙে পড়ায় আসানসোল ও জামুরিয়া সহ আশেপাশের একাধিক এলাকা জল সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজের নীচের পিলারের সামনে থেকে অবৈধভাবে বালি তোলার কারণেই এই দুর্ঘটনা!