আগুন আতঙ্ক! মেট্রোয় ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে
Friday, May 14 2021, 11:31 am
Key Highlightsশুক্রবার দুপুরে কালীঘাট মেট্রো স্টেশনে হঠাৎ পোড়া গন্ধ এবং কালো ধোঁয়া দেখতে পেয়ে বেশ কিছুক্ষণের জন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবিষয়ে কলকাতা মেট্রোর CPRO ইন্দ্রানী মুখোপাধ্যায় জানিয়েছেন, এই দিন দুপুর ১টা ৪৮ মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমারগামী একটি মেট্রো রেক কালীঘাট স্টেশনে প্রবেশ করে এবং এরপরেই ৩০১৭ নম্বর রেকটিতে এই পোড়া গন্ধ ও ধোঁয়া বের হতে দেখা যায়। তৎক্ষণাৎ DK-62 নম্বরের এসি রেকটি খালি করা হয় এবং যান্ত্রিক ত্রুটি মেরামত করা হয়। তবে, ঘটনার ১০ মিনিট পর থেকেই ঐ মেট্রো রেকটিকে যাত্রী সহ ডাউন লাইনে চালানো হয় ও মেট্রো চলাচল স্বাভাবিক হয়।
- Related topics -
- রাজ্য
- কলকাতা মেট্রো
- অগ্নি নির্বাপন ব্যবস্থা

