Burdwan University | PhD-র মেধাতালিকায় ধর্মের উল্লেখ! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঘনাচ্ছে বিতর্ক

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডির প্রাথমিক মেধাতালিকায় পড়ুয়াদের ধর্মের উল্লেখ। আর তা নিয়ে তৈরি হল বিতর্ক।
বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে PhDর মেধাতালিকা। আর তাতেই ঘনাচ্ছে বিতর্ক। তালিকায় দেখা যাচ্ছে মেধাতালিকায় ঠাঁই পাওয়া পড়ুয়াদের নামের পাশে ধর্মের উল্লেখও রয়েছে। অতীতে কোনোদিন এভাবে পড়ুয়াদের ধর্মের উল্লেখ করা হয়নি। বিষয়টি নজর আসতেই হইচই পরে শিক্ষামহলে। সঙ্গে সঙ্গে তালিকাটি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও বিষয়টিকে ‘সামান্য ত্রুটি’ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি এই ধরনের কাজ যে ঠিকাদার সংস্থার মাধ্যমে করা হয়ে থাকে তাঁদের ভুলেই এমনটা ঘটেছে।
- Related topics -
- রাজ্য
- বর্ধমান
- পশ্চিমবঙ্গ
- শিক্ষামূলক
- শিক্ষা ব্যবস্থা
- website