খেলাধুলা

IND VS ENG | লর্ডসে দাপট বুমরাহর! পাঁচ ইংরেজ ব্যাটার খুইয়ে ৩৮৭ রানে ইনিংস শেষ ইংল্যান্ডের

IND VS ENG | লর্ডসে দাপট বুমরাহর! পাঁচ ইংরেজ ব্যাটার খুইয়ে ৩৮৭ রানে ইনিংস শেষ ইংল্যান্ডের
Key Highlights

লর্ডসে তৃতীয় টেস্টে ফিরেই পাঁচ ইংরেজ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে নয়া নজির গড়লেন জশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের ইনিংস শেষ হল ৩৮৭ রানে।

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বুমরাহ। লর্ডসে তৃতীয় টেস্টে ৫ জন ইংরেজ ব্যাটারকে বধ করলো জশপ্রীত বুমরাহ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২৫১ রানে ৪ উইকেটে নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন জো রুট। এদিন সেঞ্চুরি করলেন তিনি। ১০৪ বলে রুট বধ করেন বুমরাহ। এরপর একে একে বেন স্টোকস, ক্রিস ওকস, জোফ্রা আর্চারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। ২টি করে উইকেট পান সিরাজ এবং আকাশ দীপ। ১টি উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৮৭ রানে।