দেশ

Bullet Train | ২০২৮ সালের মধ্যেই ছুটবে বুলেট ট্রেন! সম্পন্ন সিংহভাগ পরিকাঠামোর কাজ!

Bullet Train | ২০২৮ সালের মধ্যেই ছুটবে বুলেট ট্রেন! সম্পন্ন সিংহভাগ পরিকাঠামোর কাজ!
Key Highlights

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ইতিমধ্যেই সিংহভাগ পরিকাঠামোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। মুম্বই আহমেদাবাদ বুলেট ট্রেন রুটের ৩০০ কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ হয়েছে।

পরিকল্পনা মাফিক সব ঠিক থাকলে আগামী ২০২৮ সালের মধ্যেই ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন! রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ইতিমধ্যেই সিংহভাগ পরিকাঠামোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। মুম্বই আহমেদাবাদ বুলেট ট্রেন রুটের ৩০০ কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ হয়েছে। এই ভায়াডাক্টের উপরই লাইন পাতার কাজ সম্পন্ন হবে। তারপরই ছুটবে বুলেট ট্রেন। এই ৩০০ কিমির মধ্যে ১৪টি নদীর উপর সেতু তৈরি হয়েছে, সাতটি তৈরি হয়েছে স্টিলের ব্রিজ, ২.৭ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে স্টেশন বিল্ডিং। ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেন।