Bangladesh | বুলডোজার গুড়িয়ে দিলো বঙ্গবন্ধুর শেষ স্মৃতি অগ্নিদগ্ধ 'ধানমন্ডি ৩২ নম্বর' বাড়ি
Thursday, February 6 2025, 6:26 am

তাণ্ডব চলেছে আগেও। তবে এ বার ইতিহাস মোছার পথে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির একটা অংশ ক্রেন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মধ্য রাতে।
গতকাল রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। এবার সম্পূর্ণভাবে সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। মুছে দেওয়া হলো কয়েক দশকের স্মৃতি। আগুন নিভলে রাত থেকে ক্রেন, বুলডোজ়ার, এক্সকাভেটর এনে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। ৩২ নম্বর বাড়ির অবশিষ্ট অংশ ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাড়ির চারপাশে উল্লসিত মানুষের ভিড়। রাতভর যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, পিরজপুরেও বঙ্গবন্ধুর আত্মীয় ও আওয়ামি লিগের নেতাদের বাড়িতে হামলা চলে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- শেখ হাসিনা
- শেখ মুজিবুর রহমান
- অগ্নিকান্ড