অর্থনৈতিক

জাতীয় শিক্ষানীতির আওতায় স্কুলের উন্নয়নের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

জাতীয় শিক্ষানীতির আওতায় স্কুলের উন্নয়নের ঘোষণা করলেন  অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
Key Highlights

জাতীয় শিক্ষানীতির আওতায় ১৫ হাজার স্কুলের উন্নয়ন হবে। দেশজুড়ে এই কাজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে পেশ করতে গিয়ে এই ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রীর এই ঘোষণায় স্পষ্ট চালু হতে চলেছে জাতীয় শিক্ষানীতি। শুধু শিক্ষানীতি নিয়ে নয়, এদিন দেশের বিভিন্ন প্রান্তে স্কুল তৈরির কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ। আদিবাসী এলাকায় বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করে সরকার। আদিবাসী এলাকায় তৈরি হবে ৭৫৮টি নতুন বিদ্যালয়। তিনি জানান, মানবসম্পদ উন্নয়নে ১৫ হাজার কোটি একলব্য স্কুল হবে। শুধু তাই নয়, ৩৫ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। জানিয়েছেন অর্থমন্ত্রী।