দেশ সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী, স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ হল ২,৮৩,০০০ কোটি
আজ ১লা ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি ভবন হয়ে পার্লামেন্টে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত পাওয়া খবর অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী পরিষ্কার জল এবং আবহাওয়ার প্রতি নজর বাড়ানো হচ্ছে। চিকিৎসাক্ষেত্রে বরাদ্দ হয়েছে ৫৪ হাজার কোটি টাকা, যা আগামী ৬ বছরে ব্যবহার হবে, শক্তি হবে জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি। এই মুহূর্তে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে টিকাকরণ ক্ষেত্রে। সবমিলিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা বরাদ্দ হল। যা পূর্বের তুলনায় ১৩৭ শতাংশ বৃদ্ধি হয়েছে।