দেশ

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ভেন্টিলেশন সাপোর্ট কমানোর প্রক্রিয়া শুরু করা হবে।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ভেন্টিলেশন সাপোর্ট কমানোর প্রক্রিয়া শুরু করা হবে।
Key Highlights

গত বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। অচেতন অবস্থায় প্রথমে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়, রাতে দেওয়া হয় ভেন্টিলেশনে। শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব। সকাল ৬.৩০ বন্ধ করা হয় ঘুমের ওষুধ তারপরই সন্তোষজনক সাড়া মিলেছে। সেই কারণেই শুরু হতে চলেছে সাপোর্ট কমানোর প্রক্রিয়া। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চিকিৎসায় তৈরি করা হয়েছে ১১ সদস্যের মেডিক্যাল টিম।দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি। গত বছরও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল একই ধরনের সমস্যার কারণে। হাসপাতালে দিনতিনেক থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।