BSNL Network | প্রধানমন্ত্রীর হাত ধরে শক্তিসঞ্চার করছে BSNL! গ্রামে গ্রামে পৌঁছবে দ্রুতগতির ইন্টারনেট
Sunday, September 28 2025, 2:55 pm
Key Highlightsপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ২৭ সেপ্টেম্বর ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) ‘স্বদেশী’ ৪জি স্ট্যাক চালু করেছেন।
শনিবার ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) ‘স্বদেশী’ ৪জি স্ট্যাক চালু করেছেন। এই টেলিকম অপারেটরের দেশীয় প্রযুক্তি স্ট্যাক দিয়ে তৈরি ৯৭ হাজার ৫০০র বেশি মোবাইল টাওয়ারও চালু করা হয়েছে। 4G স্ট্যাক হল হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের এমন এক যুগলবন্দী যার কারণে কলের গুণমান বাড়ে, নিরবচ্ছিন্ন ডেটা প্রবাহ এবং শক্তিশালী ইন্টারনেট সংযোগও নিশ্চিত করে। চাইলেই নির্বিঘ্নেই এটা 5G তে আপগ্রেড করা যাবে। BSNLএর নতুন শুরু নিয়ে খুবই উচ্ছসিত যোগাযোগ বিষয় মন্ত্রক।

