দেশ

জম্মুর আকাশে ফের পাক ড্রোন, মিলল আইইডি

জম্মুর আকাশে ফের পাক ড্রোন, মিলল আইইডি
Key Highlights

জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পর থেকেই নজরদারি বাড়িয়েছিল বিএসএফ। সুরক্ষার জন্য বসানো হয় ড্রোন প্রতিরোধক ব্যবস্থাও। আজ ভোর রাতে ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভিতরে একটি ড্রোন ঢুকে পড়ে। বিএসএফ-দের সতর্কতায় ড্রোনটিকে ভারতের মাটিতে নামানো হয়। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই ড্রোন থেকে ৫ কেজি আইইডি (বিস্ফোরক) উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার পিছনে লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে এবং তারা বড়সড় বিস্ফোরণের ছক কষছিল।