দেশজম্মুর আকাশে ফের পাক ড্রোন, মিলল আইইডি
জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পর থেকেই নজরদারি বাড়িয়েছিল বিএসএফ। সুরক্ষার জন্য বসানো হয় ড্রোন প্রতিরোধক ব্যবস্থাও। আজ ভোর রাতে ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভিতরে একটি ড্রোন ঢুকে পড়ে। বিএসএফ-দের সতর্কতায় ড্রোনটিকে ভারতের মাটিতে নামানো হয়। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই ড্রোন থেকে ৫ কেজি আইইডি (বিস্ফোরক) উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার পিছনে লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে এবং তারা বড়সড় বিস্ফোরণের ছক কষছিল।