BSF Jawan | BSF-র গোপন তথ্য আদায়ের চেষ্টা করেছিল পাক সেনা, চলে মানসিক অত্যাচার! কী কী হয়েছিল BSF জওয়ান পূর্ণমের সঙ্গে?

Thursday, May 15 2025, 8:09 am
highlightKey Highlights

BSF জওয়ান পূর্ণমকুমার সাউ জানান, সর্বক্ষণ কালো কাপড়ে বাধা ছিল তাঁর চোখ। টানা ২২ দিন এক করতে দেওয়া হয়নি চোখের পাতা। সঙ্গে চলেছে অকথ্য গালিগালাজ।


ভুলবসত সীমান্ত পেরোনোয় টানা ২২ দিন পাকিস্তান রেঞ্জার্সের কাছে বন্দি ছিলেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। অবশেষে বুধবার সকালে পাক সেনার হাত থেকে মুক্তি পেয়েছেন পূর্ণম। এরপরই তিনি জানান, সর্বক্ষণ কালো কাপড়ে বাধা ছিল তাঁর চোখ। টানা ২২ দিন এক করতে দেওয়া হয়নি চোখের পাতা। সঙ্গে চলেছে অকথ্য গালিগালাজ। BSF এর একাধিক গোপন তথ্য আদায়ের চেষ্টাও করেছিল পাক সেনা। BSF সূত্রে খবর, মোট তিন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। রাখা হয়েছিল গারদেও। শারীরিক অত্যাচার না করা হলেও মানসিকভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে পূর্ণমকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File