BSF Jawan | বিয়ে হয়েছিল ৪ মাস আগে, দেশকে রক্ষা করাই ছিল স্বপ্ন.. পাকিস্তানের গোলার আঘাতে শহিদ BSF জওয়ান রামবাবু!

পাকিস্তানের গোলার আঘাতে শহিদ সেই BSF জওয়ান রামবাবু সিং। গত ৯ মে জম্মু কাশ্মীর সীমান্তে আরএসপুরা সেক্টরে পাকিস্তানের ছোড়া শেলে গুরুতর জখম হন তিনি।
বিয়ে হয়েছিল মাত্র ৪ মাস আগে, ট্রান্সফারের সুযোগ থাকলেও জম্মু সীমান্তে থেকে দেশকে রক্ষা করাই ছিল স্বপ্ন। পাকিস্তানের গোলার আঘাতে শহিদ সেই BSF জওয়ান রামবাবু সিং। গত ৯ মে জম্মু কাশ্মীর সীমান্তে আরএসপুরা সেক্টরে পাকিস্তানের ছোড়া শেলে গুরুতর জখম হন তিনি। এরপর জম্মুর সেনা হাসপাতালে এতদিন চিকিৎসাধীন ছিলেন রামবাবু। তবে গতকাল, ১৩ মে তাঁর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর খবর শুনেই ভেঙে পড়েছেন স্ত্রী অঞ্জলি দেবী। কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারাচ্ছেন বারবার। ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছে রাজ্য সরকার।