BSF Purnam Kumar Shaw | গায়ে জড়ানো ভারতীয় পতাকা, উঠছে 'জয় হিন্দ' ধ্বনি! হাওড়া নেমে BSF জওয়ান পূর্ণম বললেন 'ভয় পাই না'!
Friday, May 23 2025, 12:37 pm

আজ, শুক্রবার বিকেলে ১৭ নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস চেপে হাওড়া ঢুকলেন তিনি। তাঁর গায়ে জড়ানো ভারতীয় পতাকা, মুহূর্মুহূ উঠছে 'জয় হিন্দ' ধ্বনি!
ভারত পাক সংঘর্ষের মধ্যে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তান সেনার হাতে বন্দি ছিলেন রিষড়ার বাসিন্দা, BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। অবশেষে ১ মাস পর বাড়ি ফিরছেন তিনি। আজ, শুক্রবার বিকেলে ১৭ নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস চেপে হাওড়া ঢুকলেন তিনি। তাঁর গায়ে জড়ানো ভারতীয় পতাকা, মুহূর্মুহূ উঠছে 'জয় হিন্দ' ধ্বনি! BSF জওয়ান সাউকে স্বাগত জানাতে থিকথিকে ভিড় স্টেশনে। তারই মধ্যে BSF জওয়ান বলেন, ‘আপনাদের (প্রার্থনার) জন্যই আমি নিজের দেশে ফিরে আসতে ফিরতে পেরেছি। ফের কাজে যাব। আগেও কখনও ভয় পাইনি, এখনও পাচ্ছি না।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিএসএফ
- পাকিস্তান