BSF Jawan Released | BSF জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান! ২৩ দিন পর দেশে ফিরলেন BSF পূর্ণম!
Wednesday, May 14 2025, 6:28 am

ANI সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ কনস্টেবল পূর্ণম কুমার সাউকে আটারি ওয়াঘা সীমান্ত থেকে নিয়ে আসে বিএসএফ।
অবশেষে BSF জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান! ANI সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ কনস্টেবল পূর্ণম কুমার সাউকে আটারি ওয়াঘা সীমান্ত থেকে নিয়ে আসে বিএসএফ। উল্লেখ্য, গত ২৩সে এপ্রিল, ভারত পাকিস্তান সংঘাত পর্বে ফিরোজপুর সেক্টর এলাকায় অপারেশনাল ডিউটি করার সময় ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরোনোয় BSF জওয়ান পূর্ণম কুমার সাউকে বন্দি করে পাক সেনা। অবশেষে ২৩ দিন পর দেশে ফিরলেন ওই BSF জওয়ান। জানা গিয়েছে, সম্পূর্ণ সুস্থ ভাবে ভারতে ফিরেছেন তিনি।