Purnam Sau | লিলুয়ার বিখ্যাত মিষ্টি খেয়ে বাড়ি ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ!

পাঠানকোট থেকে পূর্বা এক্সপ্রেসে হাওড়া স্টেশনে পৌঁছন পূর্ণম। ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে স্টেশনে গিয়েছিলেন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে গণহত্যার পর দিন পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাক সীমান্তে ডিউটি করার সময়ে অসাবধানতাবশত পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন ২৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। অবশেষে শুক্রবার ঘরের ছেলে ঘরে ফিরেছেন। এ দিন পাঠানকোট থেকে পূর্বা এক্সপ্রেসে হাওড়া স্টেশনে পৌঁছন পূর্ণম। স্টেশনে পৌঁছেছিলেন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ, সঙ্গে ছিলেন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ আরো অনেকে। রাস্তায় লিলুয়ার বিখ্যাত মিষ্টি খেয়ে বাড়ি ফিরেছেন তিনি।