Bangladeshi Aadhar Card | বাংলাদেশিদের কাছেও আধার কার্ড, অনথিভুক্ত অভিবাসীদের আধার নিষ্ক্রিয় করার জন্য চিঠি দিলো BSF

Monday, September 30 2024, 4:50 am
highlightKey Highlights

বাংলাদেশি অনথিভুক্ত অভিবাসীরা অনেকেই ভারতে স্থায়ীভাবে বসবাস করার জন্য জাল করছেন আধার কার্ড।


বাংলাদেশি অনথিভুক্ত অভিবাসীরা অনেকেই ভারতে স্থায়ীভাবে বসবাস করার জন্য জাল করছেন আধার কার্ড। এই অভিযোগে অনথিভুক্ত অভিবাসীরা যাতে আর আধার কার্ড তৈরি করতে না পারে তার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। অনথিভুক্ত অভিবাসীদের আধার নিবন্ধন নিষ্ক্রিয় করার জন্যও কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে বিএসএফ। সূত্রে জানা গিয়েছে, যখন সন্দেহভাজন অনথিভুক্ত অভিবাসীদের সীমান্ত এলাকায় আটক করা হয় এবং তাদের কাছে ইতিমধ্যেই আধার সহ পরিচয়পত্র পাওয়া যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File