British Woman Raped | দিল্লিতে 'বন্ধু'র সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার এক ব্রিটেনের তরুণী!

Thursday, March 13 2025, 8:30 am
highlightKey Highlights

ব্রিটেন থেকে দিল্লিতে 'বন্ধু'র সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার এক বিদেশিনী।


ব্রিটেন থেকে দিল্লিতে 'বন্ধু'র সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার এক বিদেশিনী। ব্রিটেনের ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। ওই যুবকের সঙ্গে দেখা করতেই তিনি ব্রিটেন থেকে দিল্লি আসেন এবং ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একেবারে কাছাকাছি সাউথ ওয়েস্ট দিল্লির মহিলাপালপুরের একটি হোটেলে ওঠেন। সেখানেই ওই যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে হোটেল রুমে যৌন হেনস্থার শিকার হন বিদেশিনী। লিফটেও তাঁর সঙ্গে অভব্যতা করেন আরেক যুবক। ইতিমধ্যেই ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File