দেশ

UK F35 Jet | অবশেষে নিজের দেশে ফিরতে চলেছে কেরলের বিমানবন্দরে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান!

UK F35 Jet | অবশেষে নিজের দেশে ফিরতে চলেছে কেরলের বিমানবন্দরে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান!
Key Highlights

বিমানটিতে হাইড্রোলিক ত্রুটি রয়েছে, সেটি ঠিক হয়ে গেলেই ব্রিটেনে ফিরে যাবে বিমানটি।

গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ ৩৫ যুদ্ধবিমান। যান্ত্রিক সমস্যার জন্য সেখানেই আটকে ছিল বিমানটি। প্রথমে জানা গিয়েছিল, ব্রিটেন থেকে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের বিশেষজ্ঞরা সেটি ঠিক করতে পারছেন না। ফলে বিমানটির অংশ খুলে ফেরত নিয়ে যাওয়া হবে। তবে বর্তমানে জানা গিয়েছে, ব্রিটেন থেকে আসা ইঞ্জিনিয়াররা বিমানটির কারিগরি ত্রুটি চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। বিমানটিতে হাইড্রোলিক ত্রুটি রয়েছে, সেটি ঠিক হয়ে গেলেই ব্রিটেনে ফিরে যাবে বিমানটি।