King Charles | 'নিঃশব্দে'ই ভারত সফর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার
Wednesday, October 30 2024, 6:56 am
Key Highlightsব্রিটেনের রাজা রানী বেঙ্গালুরুতে ছিলেন ৪ দিন। সামোয়া থেকে ব্রিটেন ফেরার পথেই তাঁরা ভারতে সময় কাটিয়ে যান।
'নিঃশব্দে'ই ভারতে এসে সময় কাটালেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। জানা গিয়েছে, ব্রিটেনের রাজা রানী বেঙ্গালুরুতে ছিলেন ৪ দিন। সামোয়া থেকে ব্রিটেন ফেরার পথেই তাঁরা ভারতে সময় কাটিয়ে যান। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ছিলেন চার্লস এবং ক্যামিলা। এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন ডঃ আইজ্যাক মাথাই নুরানাল। উল্লেখ্য, ডঃ মাথাই হলেন ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম চিকিৎসক। তাঁদের এই সফর ঘিরে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- ব্রিটেন
- চার্লস তৃতীয়

