ভবিষ্যতে সুস্থ সবল রাখতে বিয়ের আগে অবশ্যই করুন কয়েকটি পরীক্ষা

লাইফস্টাইল১৯ ফেব্রুয়ারি ২০২১
'বিয়ে' হল বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণের শুরু। বর্তমান সময়কালে দুজনের মধ্যে বিয়ে পাঁকা হলে, পাত্র এবং কনে দুই পরিবারেই চলে কেনাকাটা। চিন্তাভাবনা চলে সাজগোজ, পোশাক-পরিচ্ছদ, কেনাকাটা, ফটো শ্যুট ইত্যাদি বিষয় নিয়ে। কিন্তু এই সবকিছুর আগে ভবিষ্যতকে সুরক্ষিত ও সুস্থ রাখতে ৪ টি স্বাস্থ্য পরীক্ষা খুব জরুরি, সেগুলি হল- থ্যালাসেমিয়া, ইনফার্টিলিটি, রক্ত পরীক্ষা (ফুল বডি চেক আপ), জিনগত সমস্যা ও STD পরীক্ষা। এগুলি করা থাকলে আপনিও নিশ্চিন্তে থাকবেন।
সূত্র:eisamay.indiatimes.com
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।