রাজ্য

Maheshtala | রণক্ষেত্র মহেশতলায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি! রক্তাক্ত পুলিশকর্মী! নামানো হয় RAF!

Maheshtala | রণক্ষেত্র মহেশতলায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি! রক্তাক্ত পুলিশকর্মী! নামানো হয় RAF!
Key Highlights

মহেশতলা রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির অভিযোগ ওঠে

দোকান বসানো নিয়ে রণক্ষেত্র মহেশতলা! রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির অভিযোগ ওঠে। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উল্টে পুলিশকে লক্ষ্য করে চলে হামলা। স্থানীয় সূত্রে খবর, ইট বৃষ্টির আঘাতে রক্তাক্ত হন এক পুলিশকর্মী। পাশাপাশি রবীন্দ্রনগর থানার সামনেও চলে তাণ্ডব। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও প্রদর্শন করা হয়। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যেতে শুরু করলে নামানো হয় RAF। টিয়ার গ্যাস ছোড়া হয়।