Boxing | বক্সিংয়ে বাজিমাত ভারতের, প্রথম ভারতীয় হিসেবে সোনা হিতেশের, ভারতের ঝোলায় ৬টি মেডেল!
Sunday, April 6 2025, 2:08 pm

পুরুষদের ৭০ কেজি বিভাগে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন বক্সার হিতেশ গুলিয়া। ব্রাজিলের ফোজ দো ইগুয়াকুতে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে সোনা জিতেছেন তিনি।
বক্সিং বিশ্বকাপে ইতিহাস গড়লো ভারতের ছেলেরা। ব্রাজিলের ফোজ দো ইগুয়াকুতে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে সোনা জিতলেন বক্সার হিতেশ গুলিয়া (৭০ কেজি)। এই টুর্নামেন্টেই রুপো জিতেছেন অবিনাশ জামওয়াল (৬৫ কেজি)। এছাড়াও বিশ্বকাপে ভারতের চারজন বক্সার ব্রোঞ্জ পদক জিতেছেন। এরা হলেন ভারতের যদুমণি সিং (৫০ কেজি), শচীন সিওয়াচ (৬০ কেজি), বিশাল (৯০ কেজি), মণীশ রাঠোর (৫৫ কেজি)। ২০২৪ প্যারিস অলিম্পিকে হতাশাজনক পারফরমেন্স করেছিল ভারতীয় বক্সাররা। এই জয় নিঃসন্দেহে ভারতীয় বক্সারদের উদ্বুদ্ধ করবে।