Chess Olympiad | ৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডে সোনা জিতে ইতিহাস তৈরী করলেন ভারতীয় মহিলা ও পুরুষ দল

Wednesday, November 13 2024, 2:33 pm
Chess Olympiad | ৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডে সোনা জিতে ইতিহাস তৈরী করলেন ভারতীয় মহিলা ও পুরুষ দল
highlightKey Highlights

৪৫তম চেস অলিম্পিয়াডে ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই সোনা জিতে ঐতিহাসিক জয় অর্জন করেছে।


৪৫তম এফআইডিই চেস অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ ও মহিলা দল উভয় জিতলো সোনা! এফআইডিই চেস অলিম্পিয়াডের আসর এবার বসেছে বুডাপেস্ট শহরে। সেখানে সোনা জিতে ইতিহাস গড়ে ভারতীয় পুরুষ দল। সেটাই ছিল এই প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ দলের প্রথম সোনা। তাঁর কয়েক ঘন্টার মধ্যেই ইতিহাসে নাম লেখালেন মহিলা দাবাড়ুরাও। ভারতীয় মহিলা দলেরও এটাই ছিল এফআইডিই চেস অলিম্পিয়াডে প্রথম সোনা জয়।পুরুষ ও মহিলা বিভাগের ওপেন চেসে দুটি সোনাই ভারতের দখলে। দাবার এমন সাফল্যে উচ্ছসিত ভারতীয় ক্রীড়ামহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File