হাঁটু বদলের পর থাইয়ে টাইটানিয়ামের রডের যন্ত্রণা নিয়ে মহাকাশে যাচ্ছেন হেলে
Tuesday, February 23 2021, 10:37 am

মাত্র ১০ বছর বয়সে হাটুতে ক্যান্সার ধরা পড়েছিল টেনেসির বাসিন্দা হেলে আরসেনোয়াক্সর। মেম্ফিসের সেন্ট জুড চিলড্রেন্স রিসার্চ হসপিটালে দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলেছিল। অস্ত্রোপচার করে তার একটু হাটু বাদ দিয়ে অন্যের হাটু লাগানো হয়েছিল এবং বাঁ দিকের থাইয়ে বসাতে হয়েছিল টাইটানিয়াম ধাতু দিয়ে বানানো র়ড। মাত্র ২৯ বছর বয়সে হেলে এবং বিশিষ্ট উদ্যোগপতি জারেড আইজ্যাকম্যান ও আরও দু’জন কয়েক মাসের মধ্যে চড়বেন স্পেস-এক্সের মহাকাশযানে। তার আগে এত কম বয়সে আমেরিকার আর কেউই মহাকাশে যাননি।
- Related topics -
- আন্তর্জাতিক
- মহাকাশ
- স্পেসএক্স
- মহাকাশযান
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।