Bonga Local | রেললাইনে ফাটল! একটুর জন্য রক্ষা পেল বনগাঁ লোকাল! বন্ধ ট্রেন চলাচল
Saturday, December 7 2024, 6:19 am
Key Highlightsসপ্তাহের শেষে শিয়ালদহ বনগাঁ রুটের রেল লাইনে বড়সড় বিভ্রাট। অল্পের জন্য রক্ষা পেল বনগাঁ লোকাল।
সপ্তাহের শেষে শিয়ালদহ বনগাঁ রুটের রেল লাইনে বড়সড় বিভ্রাট। অল্পের জন্য রক্ষা পেল বনগাঁ লোকাল। শনিবার সকাল ৯টা ৫০ এর লোকাল ট্রেনটি ছাড়ার সময়ই বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই রেললাইনে দেখা গেল ফাটল। খবর পেতেই সঙ্গে সঙ্গে উপস্থিত হন রেল কর্তৃপক্ষ। এর জেরে বেশ কিছুক্ষণ ধরে রেল চলাচল বন্ধ। এদিকে, বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়ছে না। উল্টোদিক থেকেও ঢুকছে না কোনও ট্রেন। আপাতত দ্রুত লাইন মেরামত করার চেষ্টা করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বনগাঁ
- ট্রেন
- লোকাল ট্রেন

