প্রয়াত সমাজকর্মী Stan Swamy-কে দেওয়া সম্মান ফিরিয়ে নিল বম্বে হাইকোর্ট
Saturday, July 24 2021, 10:57 am
Key Highlights
ভীমা কোরেগাঁও মামলায় ধৃত সমাজকর্মী স্ট্যান স্বামীর শারীরিক অসুস্থতার কারণে তাঁর জামিনের আর্জি জানানো হয়েছিলে। তাঁর সেই আবেদনের শুনানির আগেই গত ৫ জুলাই তাঁর মৃত্যু হয় জেল-হাসপাতালে। ফলে সোমবার বম্বে হাইকোর্টের বিচারপতি এস এস শিন্ডের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানিতে তাঁকে 'অসাধারণ' বলে বর্ণনা করেছিলেন। স্ট্যানের প্রতি এরূপ মন্তব্যের কড়া আপত্তি জানায় এনআইএ। যার ফলে এই সম্মান-ভাষণ ফিরিয়ে নেন বিচারপতি শিন্ডে। তিনি বলেন, 'আমরাও তো মানুষ, তাই এমন কথা মুখ থেকে বেরোতেই পারে। তবে আমাদের ব্যক্তিগত কোনও মন্তব্য যদি কাউকে আহত করে থাকে, তাহলে তা ফিরিয়ে নিচ্ছি। তবে এটুকু বলে রাখি, ইউএপি ধারায় ধৃতের সম্পর্কে বিচারপতি হিসেবে কোনও মন্তব্য করিনি।'
- Related topics -
- দেশ
- বোম্বে হাইকোর্ট
- বিচারপতি
- এনআইএ